ডাক দিয়ে যায়
সাদেক আহমেদ
.......................
স্বপ্নগুলো যন্ত্রনায় অগুনে পুড়ে
থমকে দাঁড়াহি পথে
পদযুগল অবশ হয়ে আসে
মন চায় সামনে এগিয়ে যাই
এগোতে পারি না
তবুও কে যেন সামনে থেকে প্রতিনিয়ত
ইশারায় ডাক দিয়ে যায়
ক্লান্ত দেহ অবশ পদযুগল
অস্থির মন যে দুর্নিবার
শাসন বারন মানে না
মানে না নিয়মের শৃঙ্খল
কষ্টের পাহাড় ভাঙার
আবারো সাধু জাাগে মানে
অসার প্রদীপ জ্বেলে
আবারও পথ চলি
সাদেক আহমেদ
.......................
স্বপ্নগুলো যন্ত্রনায় অগুনে পুড়ে
থমকে দাঁড়াহি পথে
পদযুগল অবশ হয়ে আসে
মন চায় সামনে এগিয়ে যাই
এগোতে পারি না
তবুও কে যেন সামনে থেকে প্রতিনিয়ত
ইশারায় ডাক দিয়ে যায়
ক্লান্ত দেহ অবশ পদযুগল
অস্থির মন যে দুর্নিবার
শাসন বারন মানে না
মানে না নিয়মের শৃঙ্খল
কষ্টের পাহাড় ভাঙার
আবারো সাধু জাাগে মানে
অসার প্রদীপ জ্বেলে
আবারও পথ চলি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন