মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮

তুমি অনন্যাতুমি অনন্যা

তুমি অনন্যা
সাদেক আহমেদ
তোমার ডাগর কালো চোখে
সরলতায় মায়াবী ফোটে
ওচোখে তাকিয়ে দেখেছি
নিয়ত বলে চলেছো মনের কথা
ছন্দের সমীরণে সুরের পরশে
কখনো বা তুমি গানের পাখি।
ডানাকাটা পরীর নাচন দেখিনি আমি
দেখেছি তোমার অস্থিরতা
প্রণয়ের সুখে ব্যকুল হৃদয়ের
কত যে আকুতি নিয়ে
ঘন আধাঁরে আচ্ছন্ন পথে
দীপ্ত পায়ে সামনে চলার
শঙ্কাহীন প্রেরণা নিয়ে
তুমি এগিয়ে চলেছো একা
তুমি অনন্যা, অসাধারণ
তোমার তুলনা তুমি নিজেই।
দেবীর বর হয়ে স্বর্গলোকে
যেতে চাই না আমি
যদি তোমায় সাথী করে
নরকেও ঠায় পাই।
হৃদয় কাননের মেঠুপথ ধরে চলে এসো
পুষ্পকলীগুলো ফুটবে বলে
তোমার প্রতিক্ষায় প্রহর গুনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন