প্রিয়তমা
.........................
সাদেক আহমেদ
তোমার দুচোখে-
স্বপ্ন খেলা করে
কউে না দেখুক
আমি তা দেখেছি।
.........................
সাদেক আহমেদ
তোমার দুচোখে-
স্বপ্ন খেলা করে
কউে না দেখুক
আমি তা দেখেছি।
তুমার এ চাঁদ মুখ
জুছনা ছড়ায়
তীমিরে ঢাকা আমি
সে আলোয় পথচলি।
তোমার বাাঁকা ঠোটের
মুচকি হাসিতে উঠে
সুরের ঝঙ্কার
সে সুর ধ্বনি বাতাসে মেশে
ইথারে ভেসে বেড়ায়
আমার কর্ণকুহরে এসে
অস্থির করে মনপ্রাণ।
আমি উম্মাদ হই
প্রেয়সীর প্রেমে পাগল আমি
তুমায় খোজে বেড়াই।
জুছনা ছড়ায়
তীমিরে ঢাকা আমি
সে আলোয় পথচলি।
তোমার বাাঁকা ঠোটের
মুচকি হাসিতে উঠে
সুরের ঝঙ্কার
সে সুর ধ্বনি বাতাসে মেশে
ইথারে ভেসে বেড়ায়
আমার কর্ণকুহরে এসে
অস্থির করে মনপ্রাণ।
আমি উম্মাদ হই
প্রেয়সীর প্রেমে পাগল আমি
তুমায় খোজে বেড়াই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন