শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮


প্রেম
.................................
সাদেক্ আহমেদ

মনটা বলে তোমার সাতে
আমি বসে থাকি
হাতটা ধরে আমার দুহাত
তোমার হাতে রাথি।
এমনি করেই সাহস হবে
সাহস থেকে প্রেম
তখন তুমি বুঝতে পাবে
কেমনে জড়ালেম।
দিন দুপুরে যখন তখন
তোমার পাশে আমি
আমার কাছে তুচ্ছ সবই
তুমিই কেবল দামী।
তোমার সাথে হাঁসতে হাঁসতে
কাটবে জীবন নদী
ভালোবেসে আমার পাশে
থাখ তুমি যদি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন