কাঁদছে অনাথ
সাদেক আহমেদ
......................
অনাথ শিশু কাঁদছে দেখ
হাড় কাঁপানো শীতে
যে পার সে এগিয়ে আসো
শীতবস্ত্র দিতে।
রাস্তাঘাটে এই শিশুরা
রাত্রী করে পার
কনকনে এই শীতের রাতে
কষ্ট যে হয় তার।
এ বয়সের অনেক শিশু
ঘুমায় দালান ঘরে
কাঁথা কম্বল কতকিছু
দিচ্ছে দেখি তারে।
সদয় হয়ে এসো আমরা
এদের পাশে দাঁড়াই
শীতবস্ত্র দিয়ে এদের
দুঃখ কষ্ট তাড়াই।
সাদেক আহমেদ
......................
অনাথ শিশু কাঁদছে দেখ
হাড় কাঁপানো শীতে
যে পার সে এগিয়ে আসো
শীতবস্ত্র দিতে।
রাস্তাঘাটে এই শিশুরা
রাত্রী করে পার
কনকনে এই শীতের রাতে
কষ্ট যে হয় তার।
এ বয়সের অনেক শিশু
ঘুমায় দালান ঘরে
কাঁথা কম্বল কতকিছু
দিচ্ছে দেখি তারে।
সদয় হয়ে এসো আমরা
এদের পাশে দাঁড়াই
শীতবস্ত্র দিয়ে এদের
দুঃখ কষ্ট তাড়াই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন