তোমাকে পেয়েছি
.. . . . . . . . . . . . . .
সাদেক আহমেদ
তোমার ভালোভাসা পেয়ে
আমি আজ ধন্য
তুমি ছাড়া এত দিন আমার
ন্ধদয় ছিলো শূন্য।
শূন্য হৃদয়ে তোমার আগমনে
হয়েছি আমি ধন্য
আমার ভালোবাসা স্বপ্ন-স্বাধ
সকলই তোমার জন্য।
তোমার ছোঁয়া আমাকে সাজায়
আবারও নতুন করে
অজানা অনেক স্বপ্ন আবার
আমাকে জড়িয়ে ধরে।
জানি না কি যাদু আছে
তোমার হাতের স্পর্শে
আমার দেহ-মন তুলপার করে
তোমার দেহের পরশে।
যে সুখ আমি পেয়েছি ওগো
তোমায় ভালোবেসে
এভাবেই থেকো প্রিয়তমা তুমি
সারাটা জীবন পাশে।
.. . . . . . . . . . . . . .
সাদেক আহমেদ
তোমার ভালোভাসা পেয়ে
আমি আজ ধন্য
তুমি ছাড়া এত দিন আমার
ন্ধদয় ছিলো শূন্য।
শূন্য হৃদয়ে তোমার আগমনে
হয়েছি আমি ধন্য
আমার ভালোবাসা স্বপ্ন-স্বাধ
সকলই তোমার জন্য।
তোমার ছোঁয়া আমাকে সাজায়
আবারও নতুন করে
অজানা অনেক স্বপ্ন আবার
আমাকে জড়িয়ে ধরে।
জানি না কি যাদু আছে
তোমার হাতের স্পর্শে
আমার দেহ-মন তুলপার করে
তোমার দেহের পরশে।
যে সুখ আমি পেয়েছি ওগো
তোমায় ভালোবেসে
এভাবেই থেকো প্রিয়তমা তুমি
সারাটা জীবন পাশে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন