স্মৃতি
সাদেক আহমেদ
হাতের কাছে পেয়ে যে সুখ
দিচ্ছো তুমি ফেলে,
সারা জীবন কাঁদবে তুমি
ভাসবে চোখের জ্বলে।
তোমার মোহের অমানিশা
কেটেযাবে যখন,
হাজার লোকের ভিরে তুমি
খোজবে আমায় তখন।
মনের মাঝে মিথ্যে যে সুখ
করছো তুমি পোষণ,
তোমার বিবেক জাগবে যখন
করবে তোমায় শাসন।
হয়তো সেদিন তোমার কাছে
আসবো না আর আমি,
আমার স্মৃতি বলবে কথা
শুনবে কেবল তুমি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন