আমড়া কাঠের ঢেকি
আমড়া কাঠরে ঢেকি
 সাদেক আহমেদ
......................
কিনতে গিয়ে হালের গরু
কিনে আনলাম দামরা
হয় না ঢেকি কোন ভাবেই
কাঠ যদি হয় আমরা।
পথ আগলে দাড়িয়ে থাকে
পাই না বাতাস আলো
এমন গরুর চেয়ে ছিলো
শূন্য গোয়াল ভালো।
গোয়াল ভরা দুষ্ট গরু
আমার কেবল কষ্ট
হালচাষ তাই হয় না ভালো
মাঠের ফসল নষ্ট।
 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন