শুক্রবার, ৯ জুন, ২০১৭

অজ্ঞান পার্টি
...........................
সাদেক আহমেদ

কেনাকাটা করতে যাচ্ছ
পকেট ভর্তি টাকা
একটু সুযোগ পেলে ওরা
করবে পকেট ফাঁকা।

ছদ্মবেশে ঘুরে ওরা
যায় না ওদের চেনা
ওদের পাল্লায় পড়লে তবে
হবে না কিছুই কেনা।

অজ্ঞান পার্টি মলম পার্টি
আরও কত নাম
বেহুশ করে সব নিয়ে যায়
এটাই ওদের কাম।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন