বদলে গেছো
...........
সাদেক আহমেদ
আমি তোমাকে দেখেছি
আপাদমস্তক দেখেছি
বিশ্বাস কর আর নাইবা কর
যে সুখ আজও খোঁজি
কখনও তা পাইনি।
তোমার তপ্ত নি:শ্বাস
আমায় অস্থির করে তুলে
কল্মিলতার ডগার মতো জড়িয়ে থাক তুমি
তবু যেন দুজনের মাঝে
দিগন্ত বিস্তৃতি ব্যবধান।
...........
সাদেক আহমেদ
আমি তোমাকে দেখেছি
আপাদমস্তক দেখেছি
বিশ্বাস কর আর নাইবা কর
যে সুখ আজও খোঁজি
কখনও তা পাইনি।
তোমার তপ্ত নি:শ্বাস
আমায় অস্থির করে তুলে
কল্মিলতার ডগার মতো জড়িয়ে থাক তুমি
তবু যেন দুজনের মাঝে
দিগন্ত বিস্তৃতি ব্যবধান।
জানি তুমি ভুলে যাবে
সকল স্মৃতি সকল কথা
বদলে ফেলবে স্বপ্ন
ভেঙ্গে দেবে বিশ্বাস।
তখনও গাছে গাছে ফুল ফোটবে
পাখিরা গান গাইবে
সকালের সুর্যোদয়ের রং বদলাবে না
বদলে যাবে শুধু তুমি
সকল স্মৃতি সকল কথা
বদলে ফেলবে স্বপ্ন
ভেঙ্গে দেবে বিশ্বাস।
তখনও গাছে গাছে ফুল ফোটবে
পাখিরা গান গাইবে
সকালের সুর্যোদয়ের রং বদলাবে না
বদলে যাবে শুধু তুমি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন