শনিবার, ১০ জুন, ২০১৭

কবিতা



বায়না
................
সাদেক আহমেদ

 
কেনাকাটা করতে হবে
ছেলে-মেয়ের বায়না
বেতন বোনাস সবনিয়েছে
তাতেও তাদের হয় না।

গিন্নি বলে এখনও আমার
শাড়ি কেনা বাকী
কর্তা বলে ধৈর্য ধরো
কী করা যায় দেখি।

ঈদ এলে সবজিনিসের
মূল্য যায় বেড়ে
কেনা-কাটা করতে হয়
অনেক লোকের ভীরে।

রাস্তা-ঘাট দোকানপাট
লোকে লোকারন্ন
বেশি দামে কিনতে হয়
সকল প্রকার পণ্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন