মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭

সুখে আছ

সুখে আছ
.........
সাদেক আহমেদ

বন্ধু তুমি ভালই আছ
সুখে আছ জানি,
আমায় কেবল দিয়ে গেলে
অপমানের গ্লানী।

তোমার কথা মনে পড়ে
হরহামেশা রোজ,
একলা আমি কেমন আছি
রাখ না তার খোঁজ।

তোমায় ছাড়া বেচে আছি
বৈরি হাওয়ার ঘূর্ণিপাকে,
দু:সময়ের শঙ্কা আমায়
দিবানীশি যাচ্ছে ডেকে।

তোমার দেখা পাবার আশায়
ব্যকুল আমার প্রাণ,
আমি তোমার প্রিয় ছিলাম
ছিলাম তোমার জান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন