...................
সাদেক আহমেদ
থেমে থেমে বৃষ্টি
অঝরে ঝরে,
আকাশে কালো মেঘ
ভেসে খেলা করে।
ঘরে বসে অস্থির
কাটে না তো বলা,
সময় যে বয়ে যায়
বসে একলা।
ঠায় নেই কোথাও
একটু বসার,
চারি দিকে শুধু পানি
মাসটা যে আষাঢ়।
ভয়ে ভয়ে শ্রাবণের
কাটে সারাক্ষণ,
কখন যে শুরু হয়
পূবাৰলী পবণ।
বৈশাখে শুরু হয়
প্রচণ্ড ঝড়,
ভেঙে দেয় গরীবের
বাধা কুড়ঘর।
বিদ্যুৎ গর্জণে
কানে লাগে তালা,
এভাবেই বর্ষায়
কাটে সারাবেলা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন