আমি এসেছিলাম
.............
সাদেক আহমেদ
আমি তো এসেছিলাম-
কামনার রংতুলিতে আঁকা
হৃদয়ের ফ্রেমে বাঁধা স্বপ্ন নিয়ে।
.............
সাদেক আহমেদ
আমি তো এসেছিলাম-
কামনার রংতুলিতে আঁকা
হৃদয়ের ফ্রেমে বাঁধা স্বপ্ন নিয়ে।
আমি তো এসেছিলাম-
রোদ্ধ দ্বারের বদ্ধ কপাট খুলতে।
আমি তো এসছিলাম- রাতের আঁধারে জ্যোৎস্নার আলোয়
ভোরের মৃদুমলয়ে ফুলের সৌরভে।
আমি তো এসেছিলাম-
মেঘের ভেলায় ভাসতে ভাসতে
শ্রাবণের বারিধারা হয়ে।
আম তো এসেছিলাম-
পৌষের কুয়াশার চাদরে ঢাকা ভোরে
ঊষার আলোয় রাঙা প্রভাতে।
আমি তো এসেছিলাম তোমার কাছে-
রংধনুর সাত রঙে সেজে তুমি
অবশেষ নীলাভে হলে বিলীন।
রোদ্ধ দ্বারের বদ্ধ কপাট খুলতে।
আমি তো এসছিলাম- রাতের আঁধারে জ্যোৎস্নার আলোয়
ভোরের মৃদুমলয়ে ফুলের সৌরভে।
আমি তো এসেছিলাম-
মেঘের ভেলায় ভাসতে ভাসতে
শ্রাবণের বারিধারা হয়ে।
আম তো এসেছিলাম-
পৌষের কুয়াশার চাদরে ঢাকা ভোরে
ঊষার আলোয় রাঙা প্রভাতে।
আমি তো এসেছিলাম তোমার কাছে-
রংধনুর সাত রঙে সেজে তুমি
অবশেষ নীলাভে হলে বিলীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন