বঞ্চিতজন
সাদেক আহমেদ
ফিন্নি পায়েশ খাচ্ছ ঈদে
বঞ্চিতদের পাশে দাড়াও
একটা কিছু নিয়ে।
গরীর দুখি মানুষ যারা
পায়না ভালো খাবার,
সাধ্যমত চেষ্ঠা কর
তাদের কিছু দেবার।
তোমার দানে ওদের মুখে
ফুটবে শুখের হাসি,
সৃষ্টিকর্তা তোমার প্রতি
হবে অনেক খুশি।
তোমার দেওয়া কোরবানীতে
আছে তাদের হক,
মাংস খাবে পোলাউ খাবে
তাদেরও আছে সখ।
সারা বছর মাংস খাবে
রেখ না তাই ফ্রিজে
গরীব দুখীদের বিলিয়ে দাও
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন