বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭

ডিগবাজ

ডিগবাজ
....................
সাদেক আহমেদ

হাত পা গায়ে বল
সব তার ঠিক আছে
তবু কেন বলে না
যা আছে ঠিক আছে।

জুৎচুরি প্রতারণা
ভাল করে শিখেছে
গালি শুনে মান যায়
বলে তাও ঠিক আছে।

চিরত্র নেই তার
শুধু তার রূপ আছে
কিছু বুকা সব জনেও
বলে ও ঠিক আছে।

তাকে দেখে লোকে বলে
তোর প্রতি ধিক আছে
তবু বলে ডিগবাজ
সব তার ঠিক আছে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন